অধ্যক্ষের বাণী

মোঃ ওয়াদুদুর রহমান
অধ্যক্ষ
গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তুরাগ নদীর তীর ঘেঁষে উপযুক্ত শিক্ষার পরিবেশ বান্ধব ও গুনে-মানে সেরা শ্রেষ্ঠ স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ। এই প্রতিষ্ঠানের পড়াশুনার উন্নতি, অগ্রগতি, চমৎকার লোকেশন, আধুনিক ব্যবস্থাপনা এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ যে কাউকে মুগ্ধ করে। ​
" সুপ্ত মেধার সুষ্ঠ বিকাশ "- এ শ্লোগানকে ধারন করে আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে শিক্ষার বিস্তার ও ভালো মানুষ গড়ার লক্ষ্যে ১৯৮৭ সালে টঙ্গীর প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
এক ঝাঁক মেধাবী শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী নিয়ে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৫ হাজার ছাত্রছাত্রীদের নিয়ে এগিয়ে চলছে এ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর PSC, JSC, SSC ও HSC বোর্ড পরীক্ষায় অগনিত শিক্ষার্থী GPA-5 অর্জন করে সুনাম বয়ে আনছে।যা সর্বসাধারণ ও সুধী সমাজে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। নিঃসন্দেহে যে কোন প্রতিষ্ঠানের জন্য এটি অত্যন্ত শুখকর বিষয়।
পড়াশুনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য রয়েছে খেলাধুলা, শরীরচর্চা, সাহিত্য রচনা, গান, নৃত্য, কবিতা আবৃতি, স্কাউটিং ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কম্পিউটার ক্লাস সহ প্রভৃতি ব্যবহারিক শিক্ষার উন্নত ব্যবস্থা শিক্ষার্থীদের সৎ, চরিত্রবান, যোগ্য,দেশাত্মবোধক ও সামাজিক মুল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়।
" আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকটি ছেলেমেয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে "