কলেজ শাখার কার্যক্রম

২০১১-২০১২ সেশন হতে কলেজ শাখার পথযাত্রা শুরু হয় অধ্যক্ষ জনাব, মোঃ ওয়াদুদুর রহমানের হাত ধরে। ১২টি ক্লাস রুম, সেমিনার কক্ষ ও বিভাগীয় হল কক্ষ রয়েছে। প্রায় পাঁচ  সহস্রাধিক রেফারেন্স বই সমৃদ্ধ সুবিশাল লাইব্রেরী  রয়েছে। বর্তমানে কলেজ শাখায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায়  মোট ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে।

কলেজ শাখায় ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে ন্যূনতম GPA-৩.০০, মানবিক বিভাগে ন্যূনতম GPA-২.৫০, ও ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-৩.৫০ অর্জনকারি শিক্ষার্থী আবেদন করতে পারবে।

ইউনিফর্মঃ

ছাত্র- সাদা শার্ট ,কালো প্যান্ট ও কালো সু ব্যবহার করতে হবে।

ছাত্রীঃ খয়েরী রং এর কামিজ, সাদা রং এর সেলোয়ার এবং শাদা রং এর এপ্রোন ও কালো সু ব্যবহার করতে হবে।

প্রথম বর্ষে তিনটি টিউটোরিয়াল, অর্ধ-বার্ষিক ও বর্ষ-সমাপনি পরীক্ষা রয়েছে।

দ্বিতীয় বর্ষে  একটি অর্ধ-বার্ষিক,প্রাক-নির্বাচনী পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষা রয়েছে।

ব্রিঃদ্রঃ টিউটোরিয়াল সহ সকল পরীক্ষায় অংশগ্রহন বাধ্যতামূলক ।প্রতি বিষয়ে ৮০ শতাংশ নম্বর পেলে উক্ত বিষয়ে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে ।

শিক্ষার্থী

সর্বমোট শিক্ষার্থী

৩৫০ জন

শিক্ষক

সর্বমোট শিক্ষার্থী

১৬ জন

ক্লাসরুম

ক্লাসরুম সংখ্যা

১২ টি

লাইব্রেরী

লাইব্রেরীর বই

১০০০ টি